পশ্চিম মেদিনীপুর:– আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হল মন্ত্রী সৌমেন মহাপাত্র এর উপস্থিতিতে। পিংলা পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩০ টি। তার মধ্যে ২১ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর মাত্র ৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। উচ্চ ন্যায়ালয় এর আদেশে আইনী জটিলতা কাটিয়ে আজকে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদ সদস্য ও পিংলা ব্লক সভাপতি সেক সবেরাতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং নব নির্বাচিত সমিতির সদস্য ও সদস্যাগন এক বর্ণময় পদযাত্রা করে ব্লক তৃণমূল কংগ্রেস এর কার্যালয় থেকে বের হয়ে বিডিও অফিসে শেষ হয়। বিডিও শংঙ্খ ঘটক নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বীরেন্দ্রনাথ মাইতি, সহ-সভাপতি আরতী ধল সীট।
পিংলা পঞ্চায়েত সমিতির নব নির্মিত সদস্য সদস্যাদের শপথ গ্রহন সভা
বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
458

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: