মুর্শিদাবাদ জেলা পরিষদের নব নিযুক্ত সভাধিপতি হলেন মোসারফ হোসেন(মধু)


বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
419

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ– মুর্শিদাবাদ জেলা পরিষদের নব নিযুক্ত সভাধিপতি হলেন মোসারফ হোসেন(মধু)। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর পঞ্চাননতলা মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনে সর্ব সম্মতি ক্রমে মোসারফ হোসেনকে সভাধিপতি হিসাবে নির্বাচিত করেন মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ। এই জেলার জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭০। তার মধ্যে শাসক দল তৃনমূল কংগ্রেস পায় ৬৯টি এবং কংগ্রেস পায় মাত্র একটি আসন। সহ সভাধিপতি হিসাবে নির্বাচিত হন প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ দাস। শপথ গ্রহনের পর সভাধিপতি এবং সহ সভাধিপতিকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন মুর্শিদাবাদ জেলা শাসক পি উলগানাথন এবং তাকে সভাধিপতি আসন গ্রহন করার অনুমতি দেন।

পরে জেলা পরিষদের বাইরের মঞ্চে দলের পক্ষ থেকে তাদের বরন করে নেওয়া হয়। তৃনমূল জেলা সভাপতি সুব্রত সাহা ফুলের মালা দিয়ে মোসারফ হোসেনকে বরন করে নেন। সেখানে চলে আবীর খেলা ও মিষ্টি মুখ। সভাধিপতি নির্বাচনকে ঘিরে পঞ্চাননতলা এলাকায় এদিন সকাল ১০টা থেকে ১৪৪ধারা জারি করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী, বিধায়কগণ এবং রাজ্য যুব তৃনমূলের সাধারণ সম্পাদক তথা ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন এবং দলের নেতা কর্মীরা। সভাধিপতি মোসারফ হোসেন এদিন সাংবাদিকদের বলেন মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সকলকে নিয়ে এবং সকলের মতামত নিয়ে কাজ করব।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট