মাঝেরহাট সেতু দূর্ঘটনার পর ভেঙে পড়লো হুগলীর হলুদপুল


শুক্রবার,২৮/০৯/২০১৮
895

সুমন করাতি---

হুগলী: মাঝেরহাট সেতু দূর্ঘটনার পর ভেঙে পড়লো হুগলীর হলুদপুল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ব্যান্ডেল দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায়। আজ রাতে ডানকুনি থেকে আসা একটি মাদার ডেয়ারির গাড়ি দিল্লি রোড থেকে ব্যান্ডেলের দিক থেকে আসার পথে পরা সরস্বতী নদীর উপর অবস্থিত হলুদপুলের উপর উঠতেই সেতুর একপাশ ধসে গিয়ে দুধের গাড়িটি নদীতে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা খবর পেয়ে গাড়ির চালককে উদ্ধার করে। কোন রোক হতাহতের ঘটনা না ঘটলেও ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই দিল্লি রোড থেকে ব্যান্ডেল মোড় জিটি রোডে ওঠার জন্য অপরিহার্য এই সেতুর বেহাল দশা। অপরিহার্য হলেও সেতুর চওড়া অতি কম। সম্প্রতি বড়ো গাড়ি নিষিদ্ধ করে সেতুর সামান্য মেরামতি হয়। কিন্তু সেই মেরামতিতে যে গাফিলতি ছিলো আজকের ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ।

https://youtu.be/wo-CCkSYxHY

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট