উঃ ২৪ পরগনা: ইসলামপুরে পুলিশের গুলিতে নিহত দুই ছাএের মূত্যুর বিচার চেয়ে আজ বারাসাতে বিক্ষোভ দেখালো উঃ ২৪ পরগনা জেলা ছাএ পরিষদ ৷ হেলাবটতলা থেকে মিছিল করে কলোনী মোড় অবরোধ করে প্রতিবাদ জানানো হয় ৷ পরে পুলিশ এসে অবরোধ তোলে ৷ জেলা ছাএ পরিষদ সভাপতি পরিক্ষিত নাগ বলেন এই নৃশংস ঘটনার দায় নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ এছাড়া এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা সিপির সম্পাদক ওবাইদুল ইসলাম , প্রদেশ কংগ্রেস সদস্য অনিমেষ দাস সহ প্রমুখ ৷
ইসলামপুরে পুলিশের গুলিতে নিহত দুই ছাএের মূত্যুর বিচার চেয়ে আজ বারাসাতে বিক্ষোভ দেখালো উঃ ২৪ পরগনা জেলা ছাএ পরিষদ
শুক্রবার,২৮/০৯/২০১৮
835

বাংলা এক্সপ্রেস---