জমিদার আজ নেই জমিদারি প্রথাও আজ বিলীন হয়ে গেছে, তবে  জমিদারের সেই পুজো আজও আছে

দক্ষিণ দিনাজপুর: জমিদার আজ নেই জমিদারি প্রথাও আজ বিলীন হয়ে গেছে। তবে  জমিদারের সেই পুজো আজ ও আছে। দক্ষিণ দিনাজপুরের তপনের মনোহলি গ্রামে প্লাস্টার খসে ইট বার হয়ে পড়া বড় বড় থাম বিরাট দালান বাড়ি প্রায় ভগ্নদশা। তাতে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে দেবী বন্দনার ছোঁয়া। পদ্ম শালুক কাশ ফুলের হাওয়ায় দুলে কচিকাচারা আনন্দে মেতে ওঠে জীর্ণ দালান কোঠার নীচে খড়ের কাঠামো থেকে ধীরে ধীরে দেবী-রূপের দৃশ্য হয়ে ওঠার সাক্ষী থাকতো। এই সময় সারা বছরের নিস্তব্ধতা কেটে বালক বালিকার ভিড়ে সরগরম হয়ে ওঠে জমিদার বাড়ির চত্বর। একদা জমিদার বাড়ির পুজো আজ সর্বজনীনে পরিণত হয়ে এ বার ১১৮ বছরে পা রাখল।

১২৯৭ সালে 64 হাজার টাকা দিয়ে, বাংলার বিভিন্ন শিল্পীদের নিয়ে, তারাচাঁদ বন্দোপাধ্যায় মনো হোলি জমিদার বাড়ি তৈরি করেন।তারপর সেই পরিবারেই
সদস্য যোগেশচন্দ্র  বন্দ্যোপাধ্যায় ১৮৯২ সালে পারিবারিক দুর্গাপুজো চালু করেন। তারপর প্রতি বছর জমজমাট পূণ ভাবে সেখানে পূজো হত।

জমিদারি চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্ম ভিন দেশে চলে যান। ফলে অনিশ্চয়তার মুখে পড়ে যায় এলাকার একমাত্র এই প্রাচীন পুজো। মুখভার হয়ে পড়ে কচিকাঁচাদের দিকে তাকিয়ে এগিয়ে আসেন বাসিন্দারা। প্রস্তুতি থেকে আয়োজনের সমস্ত দায়িত্ব কাঁধে নেন। এরপরই বারোয়ারী পুজোতে পরিণত হয় মনোহলির জমিদার বাড়ির পুজো।

২০১০ সালের থেকে জমিদার বাড়ির পুজো, এলাকায় স্থানীয় বাসিন্দারা করতে শুরু করেন। বর্তমানে সেখানে জমিদার বাড়ির পুজো সার্বজনীনভাবে, জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: