৩০০কেজি গাঁজা সহ ২জনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিস


শুক্রবার,২৮/০৯/২০১৮
414

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ– ৩০০কেজি গাঁজা সহ ২জনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিস। বৃহস্পতিবার সন্ধায় সুতি থানার আহিরন হল্ট সংলগ্ন এলাকার একটি হটেলের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করে। সূত্রের খবর ট্রাক ভর্তি গাঁজার বস্তাগুলি আসাম থেকে দূর্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা। সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ তল্লাশি শুরু করে এবং হাতে নাতে ধরে ফেলে ধৃতদের। ধৃতদের নাম গনেশ সাহানি ও ইউনিস আলি মিস্ত্রী। গনেশ সাহানির বাড়ি (বিহারের সাহেবগঞ্জ) ইউনিস আলি মিস্ত্রী বাড়ি (বারাসাত) এলাকায় বলে পুলিস সূত্রে খবর।

পুলিশ জানায় উদ্ধার হওয়া ৩০০কিলো গাঁজার বাজার মুল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশ বেশ কিছু দিন ধরেই গাঁজা চক্রের পান্ডাদের গোপনে খোঁজ চালাচ্ছিল। তাদের ধরার জন্য প্রচেষ্টা চালালেও তারা পুলিসের চোখ এড়িয়ে পালিয়ে যায় কয়েকবার। অবশেষে বৃহস্পতিবার সন্ধায় পুলিস ওই চক্রের পান্ডাদের ধরে ফেলে। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হলে ৭দিনের পুলিস হেফাজতের আবেদন জানানো হবে। এই পাচার কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট