সিবিআই তদন্তের দাবিতে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির তরফ থেকে অনশন শুরু করলো বিজেপি


শুক্রবার,২৮/০৯/২০১৮
3777

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: সি আই ডি তদন্ত নয় সিবিআই তদন্তের দাবিতে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির তরফ থেকে রিলে অনশন শুরু হয়েছে বিজেপি কর্মকর্তাদের দাবি সিআইডি তদন্ত হলে প্রকৃত আসামীরা ছাড় পেয়ে যাবে সিবিআই তদন্ত করে এর প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের শাস্তি দেওয়া যাবে বিজেপি কর্মকর্তা আরো দাবি করেন বন্ধের দিন যে বিজিবি সমর্থনকারীরা গ্রেপ্তার হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি ও দিতে হবে বলে এ দিন রিলে অনশন মঞ্চ থেকে তারা দাবি করেন

উল্লিখিত ইসলামপুরের  দ্বারিভিটায দুই ছাত্র মৃত্যুর ঘটনায় দোষীদের খুঁজতে সি আই ডি তদন্তের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী । মুখ্য মন্ত্রীর কোন সহযোগীতা গ্রহণ করবে না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছিলেন  রাজেশ ও তাপসের পরিবার। শুক্রবার তাপস বর্মনের মা সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার জানিয়ে দিলেন, সরকারের কোনও আর্থিক সাহায্য তাঁরা গ্রহণ করবেন না। তিনি বলেন, পুলিশ গুলি করে খুন করবে, আর সরকার আর্থিক সাহায্য দেবে? এটা মানবেন না তিনি। সিআইডি তদন্তের উপর তাঁদের কোনও ভরসা নেই। এই তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে না বলেই মত তাঁদের।এদিকে এই ঘটনায় রায়গঞ্জে বিজেপির তরফ থেকে অনশনে নামেন বিজেপির কর্মকর্তারা ।তারা বলেন সি আই ডি নয সি বি আই তদন্ত করতে হবে এই মৃত্যুর ঘটনায় ।এছাড়া ও তারা এদিন বিজেপির যে সব কর্মী দের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবি তুলে সোচ্চার হন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট