বন্দুক হাতে নয়, ঝাড়ু হাতে সমাজবন্ধুর ভূমিকায় যৌথবাহিনী


শুক্রবার,২৮/০৯/২০১৮
806

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম :- যাদের কাজ বন্দুক হাতে নিয়ে ভারী বুটের আওয়াজে শত্রু পক্ষ কে ঘায়েল করা, সেই জওয়ানরা এখন ঝাড়ু হাতে সমাজ বন্ধুর ভূমিকায়।

পিতৃপক্ষের অবসানে মাতৃ পক্ষের সূচনা শুরু হবে আর কয়েকদিন পরেই। পিতৃপক্ষের সময়েই ঝাড়ু, কোদাল হাতে নিয়ে সমাজের জঞ্জাল পরিস্কার করছেন। যা দেখে এলাকাবাসীর দাবী, এই যৌথবাহিনীর জওয়ান রা না থাকলে হয়তো বা একদিন জঞ্জালের পাহাড় দেখতে হতো।

এক পক্ষকাল ব্যাপী স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচী নেওয়া হয়েছে যৌথবাহিনীর পক্ষ থেকে। সেই মতো কখনো বা ঝাড়গ্রাম বাদ স্ট্যান্ডে, কখনো কোনো স্কুলে গিয়ে ঝাড়ু কোদাল হাতে নিয়ে স্বচ্ছতা অভিযানে নেমে পড়ছেন জওয়ানরা। এদিন ঝাড়গ্রামের ১৮৪ নং ব্যাটলিয়নের জওয়ানরা এই স্বচ্ছতা কর্মসুচীতে অংশ নেই। জওয়ানরা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার জঞ্জাল পরিষ্কার করেন । এই কর্মসূচী তে অংশগ্রহন করেন ১৮৪ নং ব্যাটলিয়নের Commandant Sh. Anand Jha,Deputy Commandant Shri B.N. Meena, Deputy Commandant and the force personnel Sh. S.K. Majhi, জওয়ান দের এই কর্মসূচী তে খুশি ঝাড়গ্রামবাসী ।এই ধরনের কাজ আরো বেশী করে করুন জওয়ানরা এই আশা রাখে ঝাড়গ্রামবাসী।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট