কলকাতা: শহরে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ টানতে জার্মানি ও ইতালিতে সফরে গিয়েছিলেন তিনি। শিল্প সম্মেলনে অংশগ্রহন করেন তিনি। বাংলায় কেন বিনিয়োগ করবেন তা নিয়ে শিল্পপতিদের সামনে অালোকপাত করেন বাংলার মুখ্যমন্ত্রী। তুলে ধরেন বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের ইতিহাস। বর্তমান সময়ে বাংলার উন্নয়নের বিবরণও বিদেশী শিল্পোদ্যোগীদের সামনে তুলে ধরেন মমতা। এরাজ্যে বিনিয়োগ করলে সরকার সর্বোতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও আশ্বস্ত করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টই খুশি এই সফর ঘিরে। আজ এই দীর্ঘ সফর সেরে ঘরে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।
তবে তাঁর এই সফর নিয়ে বিমানবন্দরে কোন কথায় বলেননি মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিদেশ সফর যাওয়ার আগে মন্ত্রী গোষ্ঠী তৈরী করে দিয়েছিলেন। তাঁর এই বিদেশ সফরে থাকাকালীন বাগড়ি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইসলামপুরের ঘটনাও ঘটে এই সময়ে। বিজেপির ডাকে বাংলা বনধও পালিত হয়। বিদোশে থেকেই এই সব পরিস্থি মোকাবিলায় মন্ত্রী গোষ্ঠিকে পরামর্শ দেন তিনি। প্রতিক্রিয়াও ব্যক্ত করেছিলেন তিনি।
https://youtu.be/3ltBTSQ7YSk
Majboor
Now retrieving the price.
(as of বৃহস্পতিবার,২৭/০৩/২০২৫ ১৫:২৭ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)