বেলডাঙ্গাঃ– বেলডাঙ্গার মক্রমপুর বাগানপাড়ায় “লাক” ইট ভাটায় ধস নেমে গুরুতর আহত ৪জন। গঙ্গার পাড় এলাকায় ইট ভাটা থাকায় বেশ কিছুদিন আগে সরকারের তরফ থেকে অবজেকশন দেওয়া হয় ইট ভাটাটিকে। বেশ কয়েকদিন ধরে ইট ভাটা ভাঙার কাজ চলছিল এমত অবস্থায় শনিবার সকালে ভাটার গোলায় ধস নেমে ৪ জন চাপা পড়ে যায়। স্থানীয়রা এবং ভাটার অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে বেলডাঙা প্রাথমিকহসপিটালে এবং পরে তাদের অবস্থা সংকট জনক হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।