শহরে স্মৃতি ইরাণী, ঢাক পেটালেন মোদির প্রকল্পের


শনিবার,২৯/০৯/২০১৮
589

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: শনিবার কলকাতায় একটি বনিক সভার অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের ঢাক পিটিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরাণী। মার্চন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ১১৭তম বার্ষিক সভায় যোগ দিয়েছিলেন তিনি। শহরের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এদিনের সভায় স্মৃতি ইরাণী তাঁর বক্তৃতার অনেক অংশ বাংলায় বলেন। প্রশ্ন করেন একটা রসগোল্লারর দাম কত? উত্তর আসে ৫ টাকা, ১০ টাকা। এবার প্রশ্ন ছোড়েন এক কাপ চায়ের দাম কত? ৫ টাকা উত্তর শোনার পর নিজের সরকারের ঢাক পেটাতে শুরু করেন তিনি। বলেন, মাত্র ১ টাকায় মোদি সরকার সুরক্ষা বীমা যোজনা চালু করেছে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরেন। দেশের সার্বিক উন্নয়ন এই সরকারের আমলে হচ্ছে বলে এদিনের বক্তব্যে উল্লেখ করেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট