ভারত বাংলাদেশের শিল্প সম্ভার নিয়ে শুরু হল বর্ণপরিচয় হস্তশিল্প ও পর্যটন মেলা


রবিবার,৩০/০৯/২০১৮
799

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: পুজোর প্রাক্কালে সাড়ম্বরে শুরু হল বর্ণপরিচয় হস্তশিল্প ও পর্যটন মেলা। কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটের ক্যাম্পাসে রবিবাসরীয় বিকেলে এই মেলার শুভ সূচনা হল। হস্তশিল্প ও পর্যটন মেলা এবার পাঁচে পা দিল। আগামী ৭ অক্টোবর রবিবার পর্যন্ত মেলা চলবে। মেলায় ভারত ও বাংলাদেশের হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। বাংলাদেশী নকশি কাঁথা থেকে জামদানি শাড়ি, পুরুষ ও মহিলাদের পোশাক- শিল্পীদের হাতে তৈরী আকর্ষনীয় সম্ভার ক্রেতাদের নজর কেড়েছে প্রথম দিন থেকেই।

পুজোর মুখে এই মেলায় অংশ নিতে পেরে খুশি হস্তশিল্পীরা। ক্রেতারা আগ্রহ নিয়ে কেনাকাটা করবেন বলে আশা তাঁতের। প্রত্যাশা পূরণ হবে বলেই বিশ্বাস হস্তশিল্পীদের।

বিভিন্ন পাট শিল্পের সম্ভার নিয়ে মেলায় হাজির পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের পট শিল্পী নুরজাহান চিত্রকর। গান শুনিয়ে নজর কাড়ছেন ক্রেতাদের। তাঁর গানের সুরে মেলাও হয়ে উঠেছে আনন্দময়।

https://youtu.be/Sc8s0MxnOZw

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট