চাকদায় পানীয় জল খেয়ে অসুস্থ ৩৫ জন


রবিবার,৩০/০৯/২০১৮
454

বাংলা এক্সপ্রেস---

নদিয়া: চাকদায় পানীয় জল খেয়ে অসুস্থ কমপক্ষে ৩৫ জন। নদিয়ার চাকদা পৌরসভার চারটি ওয়ার্ডে পানীয় জল খেয়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যেই ৩৫ জনকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে আজ ভর্তি হয়েছে। পুরসভা সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ১৬,১৭,১৮,১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে এই রোগের প্রকোপ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে কল্যাণীর মহকুমা শাসক ইউনিস রাইসিং ইসমাইল জানিয়েছেন, আক্রান্ত ওয়ার্ড গুলির পরিস্থিতি সরেজমিনে দেখতে চাকদার বিডিও কে পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক আছে।

এ বিষয়ে চাকদা পৌরসভার চেয়ারম্যান দীপক চক্রবর্তী জানান, কয়েকদিন আগেই কুড়ি নম্বর ওয়ার্ডে নতুনভাবে জল প্রকল্পের কাছে এসেছে এবং সেই জলের নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে কোনো গলদ পাওয়া যায়নি তবে কি থেকে এমন হল তা পরীক্ষা করে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। ঘটনার খবর পেয়ে চাকদাহ স্টেট জেনারেল হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক রত্না ঘোষ। তিনি আপাতত সেখানকার পানীয় জল খেতে নিষেধ করেন এবং জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট