জুতো পরেই গর্বের সাথে ঘুরে বেরোচ্ছে এই পাখিগুলো


রবিবার,৩০/০৯/২০১৮
3662

পিয়া গুপ্তা---

মানুষেরা যেমন বিভিন্ন রোগ জীবাণু, ধূলা ময়লা থেকে পা বাঁচানোর জন্য জুতো ব্যবহার করে তেমনই এই প্রথম পাখিদের ও জুতা পড়তে দেখা যাচ্ছে ।কী অবাক হচ্ছেন শুনে তাই তো? অবাক হবেন না সিঙ্গাপুরের এমন একটি যায়গা আছে যেখানে পাখিদেরকে জুতা পরানো হয়। জি সিঙ্গাপুরের একটি চিড়িয়াখানায় পাখিদের জুতা পরানো হয়।সিঙ্গাপুরের একটি চিড়িয়াখানার একটি ফ্লেমিঙ্গো পাখি বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে।জানা গেছে ফ্লেমিঙ্গো ওই পাখিটির বয়স ২ মাস। একটি পরিত্যক্ত ডিম থেকে বিশেষ প্রক্রিয়ায় তার জন্ম হয়েছে। তাই মা ছাড়াই একা একা সে চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়।

কিন্তু চিড়িয়াখানার ভেতরে কিছু অংশ পাথরে বাধাই করা। এই পাথুরে অংশে চলাচল করার সময় যাতে তার পায়ে ক্ষত সৃষ্টি না হয় সেজন্য তার জন্য জুতা তৈরি করা হয়েছে। নীল রঙের জুতাজোড়া পরে আনন্দোর সঙ্গে গটগট করে হেটে বেড়াতে দেখা যাচ্ছে।। চিড়িয়াখানায় এই পাখিটির জুতা পায়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ানোর ভিডিওটি এখন ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট