গাড়ির ধাক্কায় ভাঙল চন্দননগরের গঙ্গার ধারের ঐতিহ্যবাহী স্ট্যান্ড


রবিবার,৩০/০৯/২০১৮
393

সুমন করাতি---

হুগলী: গাড়ির ধাক্কায় ভাঙল চন্দননগরের গঙ্গার ধারের ঐতিহ্যবাহী স্ট্যান্ড । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে সিমেন্ট মিক্সিং-এর ভারী গাড়ি উঠে পড়াতেই ভেঙে গেছে স্ট্যান্ডের কিছুটা অংশ । এবিষয়ে চন্দননগর পৌর নিগমের অফিস সুপারিনটেনডেন্ট বিশ্বজিৎ রায় বলেন, চন্দননগর সরকারি কলেজের পিছনের অংশে মেরামতির কাজের জন্য যে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে কলেজে সিমেন্ট মিক্সিং-এর ভারী গাড়ি ঢোকানোর সময় সেটি স্ট্যান্ডের উপর উঠে পড়াতেই সেখানকার অংশ ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ।

পাশাপাশি তিনি বলেন, সোমবার এবিষয়ে চন্দননগর পৌর নিগমের প্রশাসককে জানানো হবে । এমনকি ইঞ্জিনিয়ার দিয়ে হিসাব করা হবে ক্ষতির পরিমাণ । সেই মত আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে । তবে আপাতত স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চন্দননগর থানার পুলিশ সিমেন্ট মিক্সিং-এর গাড়ির চালককে আটক করেছে বলেও জানা গেছে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট