দেওয়ালের তলায় চাপা পড়েই মৃত্যু এক শ্রমিকের


মঙ্গলবার,০২/১০/২০১৮
524

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পিংলার পর এবার সবং। দেওয়াল ভাঙার কাজ করতে এসে সেই দেওয়ালের তলায় চাপা পড়েই মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রবীন মাইতি (৫৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সবং-এর বাটিটাকি এলাকায় হরিপদ জানা নামের এক ব্যক্তির বাড়ির কাঠামো নির্মাণের কাজ চলছিল। সেখানেই আচমকাই পুরানো দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রবীন বাবুর ওপর তড়িঘড়ি করে দেওয়াল সরিয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরাতাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট