পুজো এল বলে, বাঙালী ভাসবে দুর্গো উৎসব এ


মঙ্গলবার,০২/১০/২০১৮
961

বাংলা এক্সপ্রেস---

পুজো এল বলে। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি তুঙ্গে। মা আসছে আর কিছু দিনের অপেক্ষা। মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি তুঙ্গে। ঋতুরাজ বসন্তের পর শরতের আগমন, উমা আসছে, । পাড়ায় পাড়ায় চলছে প্রস্তুতি চলছে, শহরের বেশ কিছু মণ্ডপে থাকছে নতুন চমক। বাঙালী ভাসবে দুর্গো উৎসব এ। শহরের আনাচে কানাচ সেজে উঠছে নতুন সাজে, কোন প্রতিমা নজরকারা, কোন প্রতিমা পাবে সেরার শিরোপা তা নিয়ে জোর জল্পনা চলছে। পূজা কর্তাদের দম ফেলার সময় নেই। শহরতলি থেকে মফরসল সব জায়গায় একই ছবি। কাশের বনে লেগেছে দোলা, বাতাসে পুজার আমেজ, ভোরের বাতাসে শিউলি ফুলের গন্ধ। মা আসছে। স্কুল কলেজ ছুটি । কচিকাচা থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই পুজোর আমেজে গা ভাসিয়ে দিয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট