সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্রের বিবৃতি


বুধবার,০৩/১০/২০১৮
610

বাংলা এক্সপ্রেস ---

চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ত্রিপুরার আগরতলা থেকে প্রকাশিত সংবাদপত্র ‘ডেইলি দেশের কথা’কে বি জে পি সরকার যেভাবে বন্ধ করে দিয়েছে তা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার ওপরে সরাসরি আক্রমণ। ধোপে টেঁকে না এমন অজুহাত দেখিয়ে পশ্চিম ত্রিপুরার জেলাশাসককে দিয়ে সম্পূর্ন রাজনৈতিক উদ্দেশ্যে পত্রিকার রেজিস্ট্রেশন বাতিল করানো হয়েছে এবং সেই অনুসারে রেজিস্ট্রার অব নিউজপেপার পত্রিকার রেজিস্ট্রেশন প্রত্যাহার করেছে। সংবাদমাধ্যমের ওপরে এই আক্রমণ জরুরী অবস্থার সময়কেও হার মানিয়েছে।

ডেইলি দেশের কথা পত্রিকা ধারাবাহিকভাবে শ্রমজীবী মানুষের কথা, ত্রিপুরার সব অংশের মানুষের ঐক্যের প্রয়োজনীয়তার কথা এবং গণতান্ত্রিক অধিকারের কথা সোচ্চারে বলে এসেছে। ত্রিপুরায় অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচারিত পত্রিকাটি সেরাজ্যে বি জে পি সরকার তৈরি হওয়ার পর থেকেই নানা ভাবে আক্রান্ত হচ্ছিলো। পত্রিকার প্রচারে বাধা দেওয়া হচ্ছিলো। সর্বশেষে রাজনৈতিক উদ্দেশ্যে পত্রিকার কন্ঠরোধ করতে যেভাবে তার রেজিস্ট্রেশন কেড়ে নিয়ে পত্রিকা বন্ধ করা হলো আমরা তার তীব্র নিন্দা করছি। বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সচেতন সব অংশের মানুষের কাছে আমাদের আবেদন সংবাদমাধ্যমের ওপরে এই স্বৈরতান্ত্রিক আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হন।

২রা অক্টোবর, ২০১৮
কলকাতা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট