ছোট্ট প্রয়াস, তাঁতিগাছি গ্রামে স্মরণ গান্ধীজী


বুধবার,০৩/১০/২০১৮
525

বাংলা এক্সপ্রেস ---

নদিয়া: প্রত্যন্ত গ্রাম এখন আর বলা যায় না। “মা মাটি মানুষ” এর সরকারের আমলে পিচের রাস্তা এখন গ্রামের মধ্য দিয়ে। সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে পড়ুয়াদের কাদা ভাঙতে হয় না। চাকদা ব্লকের তাঁতিগাছি গ্রাম। এই গ্রামের সর্দার পাড়া। বছর ৩৫ আগে এই পাড়া তৈরী হয়। মূলত এক সময় যাঁরা যাযাবর জীবন যাপন করত তাদেরই বসতি। শিক্ষার আলো থেকে ছিল শত যোজন দূরত্ব। এখন পাড়ায় দু’জন মাধ্যমিক পাশ পড়ুয়া আলো করেছে পাড়ার সম্মান। আশিস আর বীরজুর পথ ধরে অপুরাও এখন স্কুলে যায়। আর তাদের এই পড়াশোনার উৎসাহ জোগাতে সর্বদা সচেষ্ট নবজিৎ বিশ্বাস, শংকর ঘোষরা।

সৌজন্যে প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন। গ্রামীন মানুষের মধ্যে ও পড়ুয়াদের মধ্যে মনীষীদের আদর্শ, ভাবনা, জীবন কর্ম তুলে ধরতে পালন করা হয় তাঁদের জন্মদিন। গান্ধীজীর জন্মদিবসও পালন করা হল এদিন। অংশ নিল পড়ুয়ারা। কোন আড়ম্বরতা নয়, আবেগ নিয়ে ধুপ জ্বেলে জাতীয় পতাকার সামনে মহত্মা গান্ধীর প্রতিকৃতিতে প্রণাম জানাল ক্ষুদেরা। পিছিয়ে পড়া পাড়ার পড়ুয়ারা তাঁতিগাছি প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে আদর্শ মানুষ হওয়ার প্রেরণা পাক এমন প্রচেষ্টাই চালাচ্ছেন তাঁরা, জানালেন নবজিৎ বিশ্বাস, শংকর ঘোষরা। যাঁরা “গাইড” করছেন ওদের।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট