সরকারী হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ


বুধবার,০৩/১০/২০১৮
380

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:– মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত মাতৃ মা নামক শিশু ও মাতৃ পরিষেবা কেন্দ্রে চিকিৎসকদের গাফিলতি ও আয়াদের তোলাবাজিতে উত্তেজনা ছড়ালো গতকাল রাতে। ১৯ দিনের এক শিশুর চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে ব্যাপক গন্ডগোল হয় গতকাল রাত দশটা থেকে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।সপ্তাহ খানেক আগে মেদিনীপুর সদর ব্লকের এক প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য নির্মিত মাতৃমাতে ভর্তি করা হয়। প্রায় ১৫ কোটি টাকা খরচ করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই বিশেষ ভবনটি তৈরি করা হয়েছে। যেখানে শিশু ও মায়ের বিশেষ পরিষেবা দেওয়া হবে একই ছাতার তলায়। সেই পরিষেবা দেওয়া শুরু হতেই ভূড়ি ভূড়ি অভিযোগ উঠেছে। সব থেকে বড় সমস্যা মাথাচাড়া দিয়েছে আয়াদের তোলাবাজি।

এই কেন্দ্রে গত ৩ সপ্তাহ আগে মেদিনীপুর সদর ব্লকের এক প্রসূতিকে ভর্তি করা হয়েছিল। শুরু থেকেই শিশুর চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ ছিল তার পরিবারের। চিকিৎসকরা জানিয়েছিলেন শিশুর অবস্থা খারাপ, ভেন্টিলেশনে রাখতে হবে। কিন্তু মেদিনীপুর হাসপাতালে ওই বিভাগে শিশুদের ভেন্টিলেশন মেশিন নাকি খারাপ হয়ে গিয়েছে। ডাক চিকিৎসকরা জানিয়ে দেন শিশুকে অন্যত্র নিয়ে গেলেও সমস্যা হতে পারে। পরিবারের অভিযোগ এর সমস্ত কথাবার্তা বলে চিকিৎসকরা খুব একটা গুরুত্ব ছিল না শিশুটির দিকে। এরপর গতকাল জানিয়ে দেয় শিশুটির মৃত্যু হয়েছে। তারপর এই উত্তেজনা ছড়ায় ওই পরিবারের লোকজনের মধ্যে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট