ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি প্রযোজিত পুতুল নাটক ‘বিদ্যাসাগর’-এর চূড়ান্ত মহড়া


বুধবার,০৩/১০/২০১৮
624

বাংলা এক্সপ্রেস ---

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি প্রযোজিত পুতুল নাটক ‘বিদ্যাসাগর’-এর চূড়ান্ত মহড়া হল সংস্থার রামকিঙ্কর মঞ্চে। আগামী ৬ অক্টোবর আর্ট অ্যাকাডেমি রামকিঙ্কর মঞ্চে এই নাটকের শুভ মহরত শো। সংস্থার অধ্যক্ষ সঞ্জীব মিত্র জানালেন, বিদ্যাসাগরের আসন্ন দ্বিশতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে এই নাটকের মাধ্যমে মহান মানুষটির সম্পর্কে ছোটদের অবহিত করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ।

এই পুতুল নাটকের শুরুতেই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের ঝগড়া দিয়ে শুরু হবে কাহিনীর বিস্তার। বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক দেখানো হয়েছে অত্যন্ত আকর্ষনীয় ভাবে। গত চার মাস ধরে সংস্থার শিল্পীরা তৈরি করেছেন অসংখ্য পাপেট ও মাপেট। পাপেট হল পুতুল আর মাপেট হল পুতুলের খোলস। অভিনেতারা সেই খোলস পরে পুতুলের সঙ্গে অভিন়য় করবে। পুতুলগুলো তৈরি হয়েছে কাগজের মণ্ড দিয়ে। আর মাপেট গুলি স্পঞ্জ, ফোম, কাপড় দিয়ে তৈরি করা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট