সামসেরগঞ্জে ১লক্ষ ৯০হাজার টাকার জালনোট সহ গ্রেপ্তার এক।


বুধবার,০৩/১০/২০১৮
576

বাংলা এক্সপ্রেস ---

সামসেরগঞ্জঃ-  শনিবার গভীর রাতে সামসেরগঞ্জ থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ডাকবাংলা মোড় এলাকায় তল্লশি চালিয়ে সাকার সেখ(২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে ৯৫টি ২হাজার টাকার জালনোট মোট ১লক্ষ ৯০হাজার টাকার জালনোট উদ্ধার হয়। ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার উত্তর গাজিনগর এলাকায়। ওই ব্যক্তি মালদা থেকে ঝাড়খন্ডের পাকুড়ে জালনোট গুলি নিয়ে যাচ্ছিল। সেই সময়ে পুলিশ তাকে আটক করে। ধৃতকে রবিবার বিশেষ আদালতে তোলা হলে পুলিস ৫দিনের হেফাজতের আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট