উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন ও সহ-সভাধিপতি ফারাক বানু নির্বাচিত হলেন–


বুধবার,০৩/১০/২০১৮
650

বাংলা এক্সপ্রেস ---

পিয়া গুপ্তা –উত্তর দিনাজপুর-টানটান উত্তেজনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলা পরিষধের সভাধিপতি ও সহ-সভাধিপতি  নির্বাচন পর্ব শেষ হল।বুধবার উত্তর দিনাজপুর জেলার কর্নজোড়ায় অবস্থিত জেলা পরিষধের হলঘরে জেলা প্রশাসনের উপস্থিতিতে সভাধিপতি পদে হেমতাবাদেরর ১৭নম্বর জেলা পরিষদের জয়ী প্রার্থী কবিতা বর্মন এবং ইসলামপুর মহকুমার ধনতলা ৬নম্বর জেলা পরিষদের জয়ী প্রার্থী বারাক বানু নির্বাচিত হন। জানা যায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে ২৫টি তৃণমূল কংগ্রেস পেলেও গোষ্ঠী কোন্দলের কারনে জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির নাম কলকাতা থেকে  তৃণমূল সুপ্রিমো ঠিক করে পাঠানোর পরে সেইভাবেই তা কার্যকরী হয়। বিজেপি মাত্র ১টি আসন পায়।যদিও গত দুই মাস থেকে সবার মুখে মুখে ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি অমল আচার্যের মেয়ে ইটাহার থেকে জয়ী জেলা পরিষদের আসনে পূজা আচার্য্য সভাধিপতি হচ্ছেন বলেই শোনা যাচ্ছিল।কলকাতা থেকে জেলা পরিষদের সভাধিপতি ও সহ -সভাধিপতি র নাম এলেও গোষ্ঠী কোন্দল যে কোন ভাবেই এতে কমবে না তা সবাই ভালো করেই জানে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট