কলকাতা: আজ নয়াদিল্লীর ২৪ আকবর রোডে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর কার্যালয়ে প: ব: প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, সোমেন মিত্র পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত এ আই সি সি পর্যবেক্ষক সাংসদ গৌরব গগৈ এর সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে আসন্ন দুর্গাপূজায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গান্ধীর কোলকাতা সফর সহ নানা দলীয়- সাংগঠনিক ব্যাপারে দুজনের মধ্যে আলোচনা চলে। বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সম্পাদক বি.পি.সিং। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, দমদমের বিস্ফোরণ কাণ্ডে নিরীহ শিশু মৃত্যু সহ রাজ্যের আইন শৃঙ্খলার ক্রমাবনতি সম্পর্কেও এদিন মাননীয় গৌরব গগৈকে অবহিত করান।
Auto Amazon Links: No products found.