ইন্ডিয়া ট্যুরিজমের নয়া শ্লোগান, “দেখ আপন দেশ”


বুধবার,০৩/১০/২০১৮
716

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: ভারতীয় পর্যটন কেন্দ্রগুলিতে আরও বেশি পর্যটক টানতে উদ্যোগী হল ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা। আর সেই লক্ষ্যে ব্যাপক প্রচারে নামল ভারত সরকারের পর্যটন দফতর। পাহাড়-পর্বত-সমুদ্র-জঙ্গল- প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশ। ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহাসিক ক্ষেত্র।
বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, একজন পর্যটক তাঁর নিজের দেশের মধ্যেই ঘুরে-বেড়িয়ে পূরণ করতে পারেন সকল ইচ্ছে। আর তাই ইন্ডিয়া ট্যুরিজম শ্লোগান দিয়েছে “দেখ আপন দেশ”। বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ভারতীয় পর্যটন বিভাগের পূর্বাঞ্চলীয় রিজিউনাল ডিরেক্টন জে পি সাউ।
ভারতীয় পর্যটন ক্ষেত্রগুলিকে পর্যটকদের সামনে আরও আকর্ষনীয় করে তুলতে সেই এলাকার সংস্কৃতি তুলে ধরার ওপরও জোর দিচ্ছে ইন্ডিয়া ট্যুরিজম।
লক্ষ্য নিজের দেশকে দেখানো। এই সুযোগ থেকে যাতে কোন অংশের মানুষই বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দিয়ছে পর্যটন দফতর। জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানের ওপরও। জানালেন ইন্ডিয়া ট্যুরিজমের কর্তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট