মাওবাদী হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির মিছিল ও পথ অবরোধ ঝাড়গ্রামের শিলদাতে


বুধবার,০৩/১০/২০১৮
512

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: জঙ্গলমহলে মাওবাদী আন্দোলনের সময় মৃত ও নিখোঁজদের পরিবারের যৌথ মঞ্চ আজ ঝাড়গ্রামের শিলদাতে মিছিল ও পথ অবরোধ করে। ন’দফা দাবির ভিত্তিতে লালগড় ঝাড়্গ্রাম বেলপাহাড়ি ও জঙ্গলমহলের অন্যান্য ব্লকের ক্ষতিগ্রস্থ পরিবার গুলির সদস্যরা এই মিছিল ও পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন।

মাওবাদী হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির যৌথ মঞ্চের ঝাড়গাম জেলার সম্পাদক শুভঙ্কর মন্ডল বলেন, ২০০৫ সালের পর থেকে এ রাজ্যের জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন পর্বে প্রায় ২৭৪ জন মানুষ খুন ও নিখোঁজ হন। মৃতদের পরিবার পিছু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি করে চাকরি ও আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। প্রশাসনিক দপ্তরে গেলেও এই সমস্ত পরিবারগুলির কথা কেউ শুনতে চান না। এজন্য ন’দফা দাবির ভিত্তিতে আজ পথে নেমে আন্দোলন করতে হচ্ছে পরিবারগুলোকে।তাদের দাবি গুলির মধ্যে অন্যতম হল, মাওবাদী হামলায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলির কৃষি ও ব্যাঙ্ক ঋণ মুকুব করা, মৃতদের পরিবারগুলিকে কেন্দ্র থেকে দশ লক্ষ টাকা এবং রাজ্য থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়া, পরিবারপিছু একজনের চাকুরির ব্যবস্থা করা, পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনোয় সহায়তা করা এবং নিখোঁজদের মৃত ঘোষণা করে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা। এদিন শিলদা বাজারে এক পথসভায় মাওবাদী হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে বঞ্চিত রেখে হত্যাকারী মাওবাদীদের সরকারি চাকরি সহ অন্যান্য সহযোগিতা দেওয়ার সমালোচনা করেন মঞ্চের নেতারা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট