পশ্চিম মেদিনীপুর: অ্যাকুরিয়ামে মাছ ছাড়তে গিয়ে মৃত্যু দাসপুরের এক ছাত্রের। দাসপুর বাসুদেবপুর স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সুরজিৎ মালিক অ্যাকুরিয়ামে মাছ ছাড়তে গিয়ে শর্ট শার্কিট হয়ে অাহত হলে ঘাটাল হাসপাতালে নিয়ে অাসার পথে মৃত্যু ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্কুলের বন্ধুরাও মর্মাহত।
মাছ ছাড়তে গিয়ে মৃত্যু দাসপুরের এক ছাত্রের
বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
879
বাংলা এক্সপ্রেস---