পশ্চিম মেদিনীপুরে প্রেমিকের কথায় বিষ খেয়ে আত্মঘাতী হল এক নাবালিকা প্রেমিকা


বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
506

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : প্রেমিকের কথায় বিষ খেয়ে আত্মঘাতী হল এক নাবালিকা প্রেমিকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজ পশ্চিম মেদিনীপুরের রাজার বাগান এলাকায়। পরিবার সুত্রে জানা যায়, সায়েসমা খাতুন (১৭) নামে চুয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের কাজীবুল গায়েন (২২) নামে এক যুবকের। কাজীবুল পেশায় বিড়ি শ্রমিক হওয়ায় ঐ ছাত্রীর পরিবারের লোকেরা দুজনের সম্পর্ক মানতে চাইনি। এই নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্তি চলছিল ছাত্রীর সঙ্গে ঐ যুবকের। আজ দুপুরে হঠাৎই বিষ খেয়ে নেয় সায়েসমা। ছাত্রীর পরিবারের অভিযোগ, সায়েসমাকে আত্মহত্যা করার জন্য কাজিবুল প্ররোচনা দিয়েছে।                                                                                                                                 এমনকি বিষের শিশিটিও ঐ যুবকই দিয়েছিল সায়েসমাকে এবং বলেছিল দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করবে। ঐ যুবকের কথা মত সায়েসমা বিষ খেয়ে নিলেও কাজিবুল কিন্তু বিষ খায়নি। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ঐ ছাত্রীকে মেদিনীপুর মেডিক্যালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর ঐ যুবকের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর পরিবার। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট