পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান


বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
544

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- ডেবরা ব্লকের ৩নং সত্যপুর অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত ও প্রাক্তন পঞ্চায়েত প্রধানের শ‍্যালক দেবাশিস প্রামাণিকের নেতৃত্বে ২০ জন তৃণমূল কর্মী আজ বিজেপিতে যোগ দিয়েছেন।বিশ্বনাথ বাগ,লক্ষ্মীকান্ত বাগ, গনেশ মণ্ডল ,অরুণ পাত্র অরবিন্দ পাত্র, বুকাই টুডু (প্রাক্তন পঞ্চায়েত), কার্তিক সি এর নেতৃত্বে মোট কুড়িজন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন ল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বুকাই টুডু ও বিশ্বনাথ বাগ জানান বিজেপিতে যোগ দানের কারণ হল, পঞ্চায়েতের স্বজনপোষন মূলক কাজকর্ম ও আর্থিক দূর্নীতির বিরুদ্ধে বরাবর সরব হওয়ায় দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে ল তারা দূর্নীতিকে প্রশ্রয় দিতে চায় না বলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দান করছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট