ডাউন শ্রীরামপুর লোকালে ভেন্ডার কামরার জয়েন্ট এ আগুন লাগে প্রচন্ড ধোঁয়া বেরোতে থাকে ট্রেনটি বালি স্টেশনে না দাঁড়িয়ে খানিকটা দূরে গিয়ে থামানো হয় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে লাফ দিয়ে নেবে পরে. বালি স্টেশন বেলুড় স্টেশন এর মাঝে ঘটনাটি ঘটে . পুরো ঘটনাটি খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। ঘটনাস্থলে যান রেলের উপ পদস্থ আধিকারিকরা।
Auto Amazon Links: No products found.