ইমামদের ডাকা প্রতিবাদ সভায় মূল্যবান বক্তব্যে পুরোহিতদেরও ভাতা দেওয়ার দাবি জানালেন সমাজকর্মী ফারুক আহমেদ


বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
426

বাংলা এক্সপ্রেস ---

 

পশ্চিমবঙ্গের ওয়াকফ্ সম্পত্তি থেকে যে ভাবে ইমাম মোয়াজ্জেমনদের ভাতা দেওয়া হচ্ছে সেরকম দেবত্ব ট্রাস্টের সম্পত্তি থেকে পুরোহিতদের ভাতা দেওয়ার দাবি জানালেন বিশিষ্ট লেখক ও সম্পাদক ফারুক আহমেদ। বুধবার কলকাতার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উদার আকাশ পত্রিকার সম্পাদক তথা সর্বভারতীয় “নবচেতনা”র আহ্বায়ক ফারুক আহমেদ বললেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইমাম ও মোয়াজ্জেমদের ওয়াকফ সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন। যা বাম সরকার দিত না; এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। কিন্তু সেই ভাতা যদি দ্রব্যমূল্য এর দিক বিবেচনা করে বর্তমান তৃণমূল সরকার ভাতা দেওয়ার পরিমাণ বৃদ্ধি করুক তাঁর অনুরোধ জানান তিনি মুখ্যমন্ত্রীকে। পাশাপশি দেবত্ব ট্রাস্ট থেকে পুরোহিতদেরও ভাতা দেওয়ার দাবি জানান ফারুক আহমেদ। তিনি আক্ষেপের সঙ্গে বলেন রাজ্যে যোগ্য মুসলিম অফিসারদের জেলার এস পি কিংবা পুলিশ কমিশনার পদে বসানো হচ্ছে না। শুধু পুলিশ বা প্রশাসনে নয় রাজ্যের বিভিন্ন চাকরি থেকে মুসলিমরা বঞ্চিত হচ্ছে। এরাজ্যের সংখ্যালঘু,আদিবাসী, দলিতরাও বঞ্চিত হচ্ছেন তিনি জানান। এব্যাপারে মমতা বন্দোপাধ্যায়ের কাছে তিনি আবেদন জানান সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে মুসলিমদের চাকরিতে যে অনুপাত ছিল সেই হারে ফিরিয়ে আনতে হবে মুসলিমদের কল্যাণে। তাহলে আগামী লোকসভা নির্বাচনে বাংলার সংখ্যালঘুরা আপনাকে দু হাত ভরে আশীর্বাদ ও দোয়া করবেন বলে তিনি জানান।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট