কলকাতা: পুজো আসতে আর কয়েকদিন বাকি, তার আগে কলকাতা শহরতলীর একাধিক বড় পুজো কমিটির মন্ডপ গুলি পরিদর্শন করলেন কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমার। আজ সকাল ১০. ৪৫ দক্ষিন কলকাতা অন্যতম পুজো একডালিয়া এভারগ্রিন, সিঙ্গি পার্ক, দেশ্রপ্রিয় পার্ক, চেতলা অগ্রগামী, সুরচি সংঘ সহ বেহালা ও উত্তর কলকাতার একাধিক পুজো মন্ডপ গুলি ইন ও আউট গেট গুলি খতিয়ে দেখছেন নিজে। যদি কোন সমস্যা থাকে তাহলে পুজো কমিটি গুলিকে নির্দেশ দিচ্ছেন ইন ও আউট গেট গুলির জায়গা আরও বাড়ানো জন্য। আপদকালি সময়ে পুজো কমিটি গুলি কি করবেন তা জেনে নিচ্ছেন সরজমিনে।
পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে শহরের পুজো মন্ডপ ঘুরলেন পুলিশ কমিশনার
বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
848