হেরোইন পাচারকারী সহ ৩জনকে হাতেনাতে গ্রেপ্তার করল সাগরদিঘী থানার পুলিস


বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
674

বাংলা এক্সপ্রেস---

সাগরদিঘীঃ বিপুল পরিমান হেরোইন পাচার করার সময় হেরোইন পাচারকারী সহ ৩জনকে হাতেনাতে গ্রেপ্তার করল সাগরদিঘী থানার পুলিস। বুধবার রাত্রে মুর্শিদাবাদের মোড়গ্রাম ৩৪নং জাতীয় সড়কের উপর থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। সূত্রের খবর মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা হেরোইন পাচারকারী জাহিরুল সেখ এদিন রাত্রে নিজে একটি স্করপিও গাড়ি চালিয়ে মুর্শিদাবাদে এসেছিল হেরোইন পাচার করতে। সাগরদিঘী থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে মোড়গ্রাম ৩৪নং জাতীয় সড়কের পাশে ওত পেতে বসে ছিল।

৩৪নং জাতীয় সড়কের উপর গাড়ি থামতেই অপর প্রান্ত থেকে একটি মোটর বাইকে চেপে দুই ব্যাক্তি এসে হেরোইন হাতবদল করছিল। সেই সময় অপেক্ষারত পুলিস তাদের ৩জনকে হাতেনাতে ধরে ফেলে গ্রেপ্তার করে। পুলিস ধৃত ৩জনকে তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২কেজি হেরোইন, নগদ ৪লক্ষ টাকা, ৫টি মোবাইল এবং ধৃতদের ব্যাবহৃত স্করপিও গাড়ি এবং মোটর বাইকটিকেও পুলিস বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া হেরোইনের আর্ন্তজাতিক বাজার মূল্য প্রায় ২কোটি টাকা বলে জানিয়েছে পুলিস। ধৃত মোতিবুর সেখ ও কবির আলির বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানায় বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে ৭দিনের হেফাজতের আবেদন জানাবে বলে পুলিস সূত্রে খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট