ডানা ছাঁটা হল ব্রাত্যর, তথ্য-প্রযুক্তি দফতর হাতছাড়া


বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
641

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাজ্য মন্ত্রীসভায় আরও গুরুত্ব কমল ব্রাত্য বসুর। আবারও হারালেন গুরুত্বপূর্ণ দফতর। প্রথমবার মন্ত্রী হয়েই শিক্ষার মত গুরুত্বপূর্ণ দফতর পেয়েছিলেন। তা হারিয়ে পর্যটন দফতর পেয়েছিলেন। তাও হারাতে হয়েছিল। পরে তিনি তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী হন। এবার সেটাও গেল। রাজ‍্য মন্ত্রীসভায় হঠাৎই রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ‍্য প্রযুক্তি দফতর থেকে সরিয়ে দেওয়া হল ব্রাত‍্য বসুকে। দফতরটি দেওয়া হল শিল্প ও অর্থ দফতরের মন্ত্রী অমিত মিত্রকে। এখন থেকে বায়ো টেকনোলজি দফতর দেখবেন ব্রাত‍্য বসু। পরিকল্পনা দফতরের পাশাপাশি কৃষি ও মৎস দফতরের প্রতিমন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অসীমা পাত্র। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারনা, দমদম বিস্ফোরন কান্ডের জেরেই ডানা ছাঁটা হল ব্রাত্য বসুকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট