চন্দননগর: গোনদোলপাড়া জুটমিলে খোলার দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধের।আজ সকালে চন্দননগর জোতির মোড়ের জি টি রোড অবরোধ জুটমিল খোলার দাবিতে। এগারো টা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এর সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরা। প্রায় এক ঘণ্টা মত অবরোধ থাকার পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা চন্দননগর এস ডি ও অফিসের সামনে এককি দাবিতে বিক্ষোভ দেখান।এখানেও পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি পূজোর আগে জুটমিল খুলতে হবে। তা না হলে বড় আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।
জুটমিলে খোলার দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ
শুক্রবার,০৫/১০/২০১৮
397

সুমন করাতি---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: