শালবনীর গড়মালের জঙ্গলে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার


শুক্রবার,০৫/১০/২০১৮
603

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- এক হস্তি শাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বনদপ্তরের ভাদুতলা রেঞ্জের অন্তর্গত পাথরকুমকুমি বিটের গড়মালের জঙ্গলে।জানা গিয়েছে আজ সকালে গ্রামবাসীরা রোজকারের মতো জঙ্গলে গিয়েছিল, তারা জঙ্গলের ভিতর একটা পচা গন্ধ পেয়ে, গন্ধের খোঁজ করতে গিয়ে এই হস্তি শাবকের মৃতদেহ দেখতে পান। তারাই বনদপ্তরে খবর দেয়। গ্রামবাসীদের অনুমান দিন কয়েক আগেই মারা গিয়েছে এই হস্তিশাবকটি। কারন শরীরে পচন ধরেছে ও শরীর ফুলে গিয়েছে। স্থানীয়দের একাংশের অনুমান মা হাতিটি গর্ভাবস্থায় কোনো ভাবে বাইরে থেকে আঘাত পায়। সেই কারনেই বাচ্চাটি দুর্বল ভাবে জন্ম নিয়েছিল এবং কিছুদিন পরে মারা যায়। ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা উপস্থিত হয়েছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট