পশ্চিম মেদিনীপুরে বিজেপির শক্তি বৃদ্ধি হাত ছেড়ে পদ্মফুলে জগন্নাথ গোস্বামী


শনিবার,০৬/১০/২০১৮
544

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- ঘাটালের বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন এঅাইসিসি সদস্য বিজেপিতে যোগদান করলেন। ঘাটাল টাউন হলে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গী ও বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে যোগদান করলেন। জগন্নাথ গোস্বামীর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা ও পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গী ও মুকুল রায়। জগন্নাথ গোস্বামী ছাড়াও যোগদান করলেন কয়েকশো কংগ্রেস সমর্থক ও নেতা। বিজেপিতে যোগদান করে জগন্নাথ গোস্বামী জানান, ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট পার্টিকে পশ্চিম বঙ্গ থেকে যত দূত বাংলা থেকে সরাতে হবে। এবং বাংলায় গনতন্ত্র ফিরাতে হবে। বিরোধী দলে থাকার সময় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন বদলা নয় বদল চাই কিন্তু তিনি ক্ষমতায় বসে উল্টোটা করছেন। অতএব ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করতে হবে। কে কবে বিজেপিতে জয়েন করছে সেটা না ভেবে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে শক্তিশালী করতে হবে পশ্চিম বঙ্গে। গ্রাম বাংলার মানুষ চাইছে এই ফ্যাসিস্ট সরকার থেকে কবে মুক্তি মিলবে। অনেকে অাবার সামনে ছোট ফুল হৃদয়ে পদ্মফুল একে নিয়ে বসে অাছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট