পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর শহরে কুকুরের কামড়ে আহত ২৮। ঘটনাটি ঘটে আজ রাতে। ১টি কুকুর (ছেলে) আচমকায় স্থানীয়দের কামড়াতে থাকে। হোসনাবাদ, বড়বাজার ও ছোটবাজার এলাকায় ওই কুকুরের কামড়ে রক্তাক্ত হয় ২৫ জন বাসিন্দা। কারোর পায়ে, কারোর হাতে কামড়ের পর কামড় দেয় বলে অভিযোগ। শুধু কামড়ই নয় কামড়ে মাংস তুলে নেয় বলে জানান আক্রান্তরা। আতঙ্কে রয়েছে সকলে। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের। আগামী মুহুর্তে আর কতজনকে কামড়ায় কুকুরটি তা কেউ জানেনা। পৌরসভার তরফে কি আদেও কোনো পদক্ষেপ নেওয়া হবে? সময় দেবে তার উত্তর, কিন্তু কুকুরের আতঙ্কে এলাকাবাসী আতঙ্কিত।
Auto Amazon Links: No products found.