বিজেপির হানা রুখতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সাংগঠনিক দায়িত্বে শুভেন্দু


শনিবার,০৬/১০/২০১৮
425

বাংলা এক্সপ্রেস ---

ঝাড়গ্রাম:– অতীতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সাংগঠনিক দায়িত্ব ছিল শুভেন্দুর উপরেই। মাওবাদী হুমকি উপেক্ষা করে সেখানে পড়ে থেকে সংগঠন সাজিয়েছিলেন তিনি। পরে তাঁর হাত থেকে ওই দুই জেলার সাংগঠনিক দায়িত্ব নিয়ে মমতা তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে ভরাডুবি হয়েছে তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরেও পায়ের তলায় মাটি সরছে।                                              ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থেকে গোপীবল্লভপুর যার হাতের তালুর মতন চেনা সেই শুভেন্দু কে দায়িত্বে নিয়ে আসায় কিছুটা হলেও অক্সিজেন পেলো ঝাড়গ্রাম এর তৃণমূল নেতা থেকে কর্মীরা।তাই বিজেপির হাত থেকে এই দুই জেলা ছিনিয়ে নেওয়ার দায়িত্ব বর্তেছে বহু যুদ্ধের সেনাপতি শুভেন্দুর ওপর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট