ঝাড়গ্রামে শ্মশানকালী মন্দিরে মা কালীর 10 লক্ষাধিক টাকার গহনা চুরি


শনিবার,০৬/১০/২০১৮
553

বাংলা এক্সপ্রেস ---

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রাম:– ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম সদর শহরে ঐতিহ্যবাহী শ্মশান কালি মন্দিরে রাতে দুঃসাহসিক চুরিlচুরি গেল মা কালীর গায়ে পড়ানো সব গহনা l মায়ের গায়ের কোন গহনায় রাখেনি চোরেরা l মায়ের মাথায় পড়ে থাকা সোনার মুকুট ,হার ,লকেট ও রুপার হার কিছুই রাখেনি চোরেরাlগতকাল রাতে মন্দিরের তালা ভেঙ্গে সব নিয়ে গেছে l                                                                                                                  নিত্যদিনের মত কালী মা কে রাতের খাবার খাইিয়ে মন্দির তালা দিয়ে বাড়িতে গেছিলেন মন্দিরের পুরোহিত ,এবং কমিটির লোকেরা lসকাল বেলায় যখন মানুষ জন প্রাতভ্রমন করতে বেরায় তখন দেখে মন্দিরের মূল ফটকের তালা ভাঙ্গা lকৌতুহল হয় মানুষ উপরে উঠে দেখে মা আছে মায়ের চুল এলোমেলো এবং গায়ের কোন গহনা নেয় lএবং মন্দিরের আলমারী ভাঙ্গা আলমারীর ভিতর থেকেও বহু দরকারি জিনিস কাগজ পত্র সব নিয়ে গেছে চোরেরা lপ্রশ্ন উঠছে নিত্য দিন ঐ জায়গায় সিভিক পুলিশ থাকে তারপরেও এরকম ঘটনা , মন্দির কমিটির সদস্য রা জানিয়েছে যে গতকাল রাত্রের বেলায় কোন সিভিক পুলিশ ছিলনা lএলাকাবাসীর মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে lশহরের প্রান কেন্দ্রে এরকম চুরি l

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট