রাতভর বোমাবাজির অভিযোগ,তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক উত্তাল সবং


শনিবার,০৬/১০/২০১৮
482

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- দিন যতই গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায় তৃনমূলের গোষ্ঠী কোন্দল। নব্য বনাম পুরানো তৃণমূল নেতাদের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ক্রমেই প্রকাশ্যে আসতে শুরু করেছে।শুক্রবার রাতে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে সবংয়ের ৪নং দশগ্রাম গ্রামপঞ্চায়েত এর মশাগ্রামে। দলের অপর গষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অমূল্য মাইতির অনুগামী সিতাংশু মাজি। তাঁর অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ মানস ভূইয়ার অনুগামী ও সমর্থক অতনু সিং দলবল নিয়ে এসে বাড়ি ভাঙ্গচুর ও লুটপাট চালানোর পাশাপাশি সারারাত ধরে এলাকায় বোমাবাজি করেছে। এছাড়াও মারধর করে বলে অভিযোগ। ঘটনায় এলাকা থমথমে রয়েছে। তবে অপরদিকে মানস অনুগামীদের দাবী, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁরা কিছুই করেননি, উল্টে ওদের হামলার প্রতিরোধ করা হয়েছে। এই ঘটনায় সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট