পশ্চিম মেদিনীপুরে লোহার সিড়ি পড়ে আহত ৩ সাইকেল আরহী


শনিবার,০৬/১০/২০১৮
1843

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- বিদ্যুৎ এর কাজ করার সময় লোহার সিড়ি রাস্তায় মোটর সাইকেলের উপর পড়ে আহত হয় ৩ জন। ঘটনাটি ঘটেছে বরদা চৌকান সংলগ্ন এলাকায়। আজ সকাল থেকেই বিদ্যুতের লাইনের কাজের জন্য গাছ কাটা হচ্ছিলো। চৌকানের কাছে কাজ করতে গিয়ে হঠাৎ লোহার সিড়িটি রাস্তায় দিকে পড়ে, সেই সময় একটি মোটরসাকেলে তিন জন চেপে ঘাটালের দিকে আসছিলেন। তাদের বাড়ি চন্দ্রকোনা থানার ডিঙাল মনোহরপুর গ্রামে।তাদের নাম খোকন মোল্লা ( চালক), সফিদ মোল্লা ও মোবাইদুল মোল্লা। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন।                                                                                                                                   খোকন মোল্লার মাথায় হেলমেট থাকার জন্য গুরুতর আহত হননি। তিনি বলেন বাড়ি থেকে তার দুই মামাকে নিয়ে ঘাটালের দিকে আসছিলেন। আসারা পথে বরদা চৌকানোর সামনে হঠাৎ লোহার সিড়ি তার মাথায় পড়ে তার হেলমেট ভেঙে যায়। আর তার দুই মামা ছিটকে রাস্তায় পড়ে যায়।তাদের দুই জনের মাথায় গুরুতর আঘাত লাগে, মাথা ফেটে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তাদের ঘাটাল হাসপাতালে পাঠায়। তারা এখন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট