পশ্চিম মেদিনীপুরে লোধা অধ্যুষিত এলাকার বিভিন্ন প্রকল্পগুলি ঘুরে দেখলেন জেলা শাসক পি মোহন গান্ধি


শনিবার,০৬/১০/২০১৮
625

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- নারায়ণগড় ব্লকে লোধা অধ্যুষিত এলাকার বিভিন্ন প্রকল্প এবং লোধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বললেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক। শনিবার সকালে পি মোহন গান্ধি প্রথমে নারায়ণগড় ব্লক অফিসে আসেন। সেখানে বিডিও এবং এসডিওর সঙ্গে ঘন্টা খানেক বৈঠকের পর এলাকা পরিদর্শনে যান। প্রথমে আহারমুন্ডা গ্রামে গিয়ে ক্যানেল সংস্কারের কাজ দেখেন। এরপর কাশিপুর-৭ নম্বর গ্রামপঞ্চায়েতের কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে লোধা জাতির ভোটার তালিকা সংশোধন ও সংযোজন প্রক্রিয়া খতিয়ে দেখেন। এরপর মামনসা গ্রামের বেশ কয়েকটি লোধা সম্প্রদায়ের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে যানতে চান আবাস যোজনার টাকা সঠিক ভাবে আসছে কিনা।                                                                                                                             বাড়িতে বৃদ্ধ বা বিধবা থাকলে তারা সরকারি ভাতা পাচ্ছেন কিনা। ১০০দিনের কাজে অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে বিডিও কে ব্যবস্থা গ্রহণ করতে বলেন। জেলা শাসক পি মোহন গাঁধী বলেন, মুলত দু’টি কারনে নারায়ণগড় ব্লকে এসেছি। প্রথমত লোধা সম্প্রদায়ের ১৮ বছরে উর্ধ্বে যারা তাঁদের ভোটার লিস্টে নাম তোলার যে প্রক্রিয়া চলছে তা দেখার জন্য।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট