হারিয়ে যাওয়া বাইক উদ্ধার করে বাইক মালিকদের হাতে চাবি তুলে দিলেন মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ

বহরমপুরঃ- পথ চলতি সাধারণ মানুষের হারিয়ে যাওয়া বাইক উদ্ধার করে বাইক মালিকদের হাতে চাবি তুলে দিলেন মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ বহরমপুর পুলিস লাইনে এক সাংবাদিক সম্মেলন করে বাইক মালিকদের হাতে হারিয়ে যাওয়া বাইকের চাবি তুলে দেন। এদিন জেলা পুলিস সুপার জানান যে বেশ সেপ্টেম্বর মাসের ১২তারিখে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায় তল্লাশি চালিয়ে ৩১টি হারিয়ে যাওয়া বাইক উদ্ধার হয়। এবং ৩জনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের পুলিসি হেফাজতে নিয়ে পুলিস তাদের সূত্র ধরে আরও ৭টি বাইক উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে কিছু নাম জানতে পারে পুলিস। তাদের মধ্যে তোয়াদেজ সেখ নামে একজনকে পুলিস বেলডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। তারকাছ থেকে তথ্য পেয়ে আরও ২টো বাইক উদ্ধার হয় মালদা জেলার কালিয়াচক থেকে। এখন পর্যন্ত মোট ৪০টি বাইক উদ্ধার করেছে পুলিস। উদ্ধার হওয়া ১০টি মোটর বাইককে চিহ্নিত করা হয়েছে। বাইকের মালিককে চিহ্নিত করে কোর্ট থেকে অর্ডার পেয়ে শুক্রবার তাদের হাতে বাইকের চাবি তুলে দিলেন জেলা পুলিস সুপার মুকেশ কুমার।

পুলিস দুইজনকে এখনো ধরতে পারে নি। তাদের ধরার চেষ্টা করছে। তাদেরকে ধরতে পারলে আরও কিছু মোটর বাইক উদ্ধার করা যবে বলে পুলিস মনে করছে। হারিয়ে যাওয়া বাইকগুলি বেশির ভাগই বেলডাঙ্গা থানা এলাকার। এছাড়াও নদীয়ারও দুটি মোটর বাইক উদ্ধার হয়েছে। বহরমপুরে সিসিটিভ লাগানোর ফলে বাইক চুরি অনেকটাই কমেছে বলে তিনি জানান, আগামীতে জেলার অন্যান্য থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর চিন্তাভাবনা চলছে বলে জানান।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

5 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

5 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

5 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

5 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

5 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

5 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: