ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজ শুরু হল শুক্রবার সকাল থেকে


শনিবার,০৬/১০/২০১৮
442

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ- ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজ শুরু হল শুক্রবার সকাল থেকে। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার বহরমপুর পুলিস লাইনে সাংবাদিকদের জানান যে আজ থেকে ফরাক্কা ব্যারেজে সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ের কাজ চলবে প্রায় ৩৫দিন। এবং দ্বিতীয় পর্যায়ের কাজ চলবে প্রায় ৪মাস ধরে। সর্বোমোট ৬মাসের মধ্যে এই সংস্কারের কাজ শেষ হবে বলে তিনি জানান। কাজ শুরুর সময় রাস্তার একধার দিয়ে ছোট গাড়ি, যাত্রীবাহী গাড়ি যাতায়াত করবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোন ভারি পন্যবাহী গাড়ি যাতায়াত সম্পূর্নভবে নিষিদ্ধ। বিহার ও ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ করে ভারি গাড়ি গুলিকে নিয়ন্ত্রন করার জন্য বলা হয়েছে। পুলিস সুপার জানান সিসিটিভি ক্যামেরা কিছু লাগানো হয়েছে এখনো আরও কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। ব্যারেজ সংলগ্ন এলাকায় সতর্কীকরন বোর্ড লাগানো হবে। শুক্রবার সকাল থেকেই জোর কদমে ব্যারেজ সংস্কারের কাজ জোর কদমে শুরু হয়ে গেছে। তবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে যাতায়াতে অসুবিধা হচ্ছে। ভারি গাড়ি গুলিকে অন্যরাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাকী গাড়ি গুলিকে অপেক্ষা করতে বলা হচ্ছে রাত্রে তাদের একে একে ধীর গতিতে ব্যারেজ পারাপার করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট