হাওড়ার অগ্রণীর পুজোর প্রতিমারই বাজেট দু লক্ষ টাকা

হাওড়া: ঘরের বাতাস আজ স্নিগ্ধযায় পরিপূর্ণ। কারন সেই বাতাসে মিশে আছে শরতের স্পর্শ।বাংলার মুখ এখন উন্মুক্ত নদী।তাঁর বাঁধনছাড়া স্রোতে ভেসে বেড়াচ্ছে বাঙালির হৃদয়। আর একটু কাছে পাবার বাসনা, জড়সড় হয়ে স্বপ্ন দেখার আয়না এখন শোভা পাচ্ছে প্রতিটি টিনেজার বিছানায়। আসছেন মা। এখন শুধু প্রহর গোনার পালা।কান্না-হাসির রসায়নে মা এখন ন্যাশনাল জিওগ্রাফিকের হাত ধরে আন্তর্জাতিক। সেই মা দেবী দশভুজার সবাইকে চমকে দেবার মৃন্ময়ী প্রতিমা এবার দেখা যাবে হাওড়ার আন্দুল-মৌড়ির মধ্য মহিয়াড়ি সর্বজননীন দূর্গোৎসব কমিটির পুজোয়। এই পুজো পরিচালনা করে অগ্রণী। বিখ্যাত শিল্পী কুমোরটুলির মিন্টু পাল নির্মাণ করছেন এই বিস্ময়করে প্রতিমা। শুধুমাত্র প্রতিমার বাজেটই দু লক্ষ টাকা বলে জানান সংগঠকরা। তবে প্রতিমার বিশেষত্ব এখনই খোলসা করলেন না তাঁরা। ক্লাব সদস্যদের কথায় এটা একটা বড় চমক।যা দর্শনারথীরা পুজোর সময় মন্ডপে এলেই দেখতে পাবেন।

সংঘের সদস্য বিপ্লব সাহা জানান, শুধু প্রতিমাতেই নয় , মন্ডপেও ফুটে উঠবে অভিনবত্ব। শিল্পী প্রদীপ দাসের চিন্তাভাবনায় মন্ডপে ফুটে উঠবে একটি কাল্পনিক আধুনিক চিত্র। বিভিন্ন ঠাকুরের মূর্তি ও বল দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ। ভিতরে থাকবে কাপড়ের কাজ।প্লাইউড ও ফাইবার দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ। প্রতিমার পিছনে থাকবে ফাইবারের কাজ।বিপ্লববাবু আরও বলেন, মন্ডপটির চারিদিকে থাকবে ত্রিশূল।

হাওড়ার আন্দুল-মৌড়ি রানীবালা স্কুলের কাছে অবস্থিত অগ্রণীর এই পুজোর বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা।প্রতিবছরই এই পুজো বিভিন্ন সংস্থা থেকে পুরস্কার পায়।এবছরও তাঁরা সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান ক্লাবের অপর সদস্য কৃষ্ণেন্দু।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

1 day ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

1 day ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

1 day ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

1 day ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

1 day ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: