আপনার জন্ম কুণ্ডলিতে কালসর্প দোষ থাকলে পড়তে হবে আপনাকে কঠিন বিপদে


রবিবার,০৭/১০/২০১৮
1108

বাংলা এক্সপ্রেস---

আপনির জন্ম কুণ্ডলিতে কি কাল সর্প দোষ রয়েছে । সারাজীবন বিভিন্ন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে যেতে হচ্ছে । শত চেষ্টা করেও তার সেই দুর্ভাগ্যকে জয় করা কঠিন হয়ে পড়ছে।জন্মকুণ্ডলীতে  যদি রাহু এবং কেতুর মাঝে সব গ্রহ অবস্থান করে তখন যে দশা হয়, তাকেই বলে কালসর্প যোগ বা কালসর্প দশা।কালসর্প যন্ত্র:  কালসর্প দোষের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে এই যন্ত্র আপনার বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে কালসর্প যন্ত্র যে কোনও শনি বা মঙ্গলবার অথবা অমাবস্যার দিন প্রতিষ্ঠা করতে হয়। কালসর্প যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারলে কালসর্পের প্রভাব কিছুটা কম হবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট