বাগনানে বসুধৈব উৎস প্রাণের মেলা বন্ধন


রবিবার,০৭/১০/২০১৮
604

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার বাগনান থানার স্নেহাঞ্জলি ভবনে ২০০২ সাল থেকে প্রকৃতি আন্দোলনে অন‍্যতম হাতিয়ার বসুধৈব উৎস প্রাণ। প্রকৃতি নির্ভর ষান্মাসিক সাহিত্য পত্রিকা ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে আসছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বৈকালিক সাহিত্য বাসর বসে আজ বাঙ্গালপুরে বাগনান ১ মহিলা বিকাশ সভাঘরে বাংলার শতাধিক কবি, সাহিত্যিক, সাংবাদিক, কলাকুশলী অংশগ্রহণ করেন বলে আমাদের প্রতিবেদককে জানান বসুধৈব রং সম্পাদক ডঃসৌরেন্দু শেখর বিশ্বাস। মহিলা বিকাশ র অন‍্যতমো সংগঠক গোপাল ঘোষ ও সভানেত্রী মাধুরী ঘোষ উপস্থিত ছিলেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট