মেদিনীপুরবাসীদের কুকুরের আতঙ্ক থেকে মুক্তি দিতে রাস্তার কুকুরদের টীকাকরণ করলো মেদিনীপুরের পশুপ্রেমীরা


রবিবার,০৭/১০/২০১৮
406

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুরবাসীদের কুকুরের আতঙ্ক থেকে মুক্তি দিতে রাস্তার কুকুরদের টীকাকরণ করলো মেদিনীপুরের পশুপ্রেমীরা ৷ উল্লেখ্য গত শুক্রবারদিন সন্ধ্যের সময় মেদিনীপুর শহরের হোসনাবাদ এলাকায় একটি কুকুর আচমকায় স্থানীয়দের কামড় দিতে থাকে৷ এরপর ওই কুকুরটি বড়বাজার এবং ছোটবাজার এলাকার মানুষদেরও কামড় দেয়৷ এই ঘটনায় মোট ৩২জন আক্রান্ত হয়৷ পরে শোনা যায় যে কুকুরটিকে চিঁড়িমারসাই এর লোকেরা মেরে ফেলেছে বলে৷ কুকুরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে মেদিনীপুরবাসীরা৷ রাস্তাঘাটে বেড়াতেও ভয় পাচ্ছিল তারা৷ শহরবাসীদের সচেতন করতে এবং তাদের আতঙ্কের রেশ কাটাতে পথে নামলেন পশুপ্রেমীরা৷

আজ সকালে মেদিনীপুর শহরের নান্নুরচক, পঞ্চুরচক, হোসনাবাদ, কোতয়ালীবাজার, ছোটবাজার সহ একাধিক এলাকায় রাস্তার কুকুরদের ধরে তাদের টীকাকরন করেন পশুপ্রেমীরা৷ পায়েল কর্মকার, শিবু রানা, বিশ্বজিত মন্ডল সহ আরো অনেকে ছিলেন এই কর্মসূচীতে৷ কুকরের মেজাজ কোনো না কোনো কারনে খারাপ হয়ে গেলে কুকুর কামড় দেয় বা অন্যান্য তান্ডব চালায়, তবে তার মানে এই নয় যে কুকুরের বিষ আছে৷ যদিও এই কাজ পুরসভার করার কথা, তাও পশুপ্রেমীরা নিজেদের উদ্যোগেই নিজেরা ফান্ড করে সেখান থেকে ইঞ্জেক্সন, সিরিঞ্জ, বিস্কুট ইত্যাদি কিনে আজ রাস্তায় নামেন৷ একটি কুকুরে জন্য অন্য কুকুরদের ভয় না পেতে অনুরোধ করেন পশুপ্রেমীরা৷ কয়েকদিন আগেও মেদিনীপুর শহরের জজ কোর্ট এলাকার প্রায় ৫০টি কুকুরকে টীকাকরণ করেছিলেন এই পশুপ্রেমীরা৷

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট