মেদিনীপুরবাসীদের কুকুরের আতঙ্ক থেকে মুক্তি দিতে রাস্তার কুকুরদের টীকাকরণ করলো মেদিনীপুরের পশুপ্রেমীরা

পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুরবাসীদের কুকুরের আতঙ্ক থেকে মুক্তি দিতে রাস্তার কুকুরদের টীকাকরণ করলো মেদিনীপুরের পশুপ্রেমীরা ৷ উল্লেখ্য গত শুক্রবারদিন সন্ধ্যের সময় মেদিনীপুর শহরের হোসনাবাদ এলাকায় একটি কুকুর আচমকায় স্থানীয়দের কামড় দিতে থাকে৷ এরপর ওই কুকুরটি বড়বাজার এবং ছোটবাজার এলাকার মানুষদেরও কামড় দেয়৷ এই ঘটনায় মোট ৩২জন আক্রান্ত হয়৷ পরে শোনা যায় যে কুকুরটিকে চিঁড়িমারসাই এর লোকেরা মেরে ফেলেছে বলে৷ কুকুরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে মেদিনীপুরবাসীরা৷ রাস্তাঘাটে বেড়াতেও ভয় পাচ্ছিল তারা৷ শহরবাসীদের সচেতন করতে এবং তাদের আতঙ্কের রেশ কাটাতে পথে নামলেন পশুপ্রেমীরা৷

আজ সকালে মেদিনীপুর শহরের নান্নুরচক, পঞ্চুরচক, হোসনাবাদ, কোতয়ালীবাজার, ছোটবাজার সহ একাধিক এলাকায় রাস্তার কুকুরদের ধরে তাদের টীকাকরন করেন পশুপ্রেমীরা৷ পায়েল কর্মকার, শিবু রানা, বিশ্বজিত মন্ডল সহ আরো অনেকে ছিলেন এই কর্মসূচীতে৷ কুকরের মেজাজ কোনো না কোনো কারনে খারাপ হয়ে গেলে কুকুর কামড় দেয় বা অন্যান্য তান্ডব চালায়, তবে তার মানে এই নয় যে কুকুরের বিষ আছে৷ যদিও এই কাজ পুরসভার করার কথা, তাও পশুপ্রেমীরা নিজেদের উদ্যোগেই নিজেরা ফান্ড করে সেখান থেকে ইঞ্জেক্সন, সিরিঞ্জ, বিস্কুট ইত্যাদি কিনে আজ রাস্তায় নামেন৷ একটি কুকুরে জন্য অন্য কুকুরদের ভয় না পেতে অনুরোধ করেন পশুপ্রেমীরা৷ কয়েকদিন আগেও মেদিনীপুর শহরের জজ কোর্ট এলাকার প্রায় ৫০টি কুকুরকে টীকাকরণ করেছিলেন এই পশুপ্রেমীরা৷

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: